ফরিদপুরে পাসপোর্ট অফিসের দালালের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫২

ফরিদপুর শহরের নিলটুলী এলাকার মুজিব সড়কে অবস্থিত গোল্ড সিটি মার্কেটে অভিযান চালিয়ে ২৬টি পাসপোর্টসহ উজ্জ্বল কুমার দাস নামের এক ব্যক্তিকে আটকের পর এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত উজ্জ্বল শহরের গৌরগোপাল অঙ্গিনার বাসিন্দা।

রবিবার দুপুর ১২টার দিকে র‌্যাবের একটি দল ওই মার্কেটে অভিযান চালিয়ে উজ্জ্বল কুমার দাসকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক তাকে ৫২ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতের পাঠানোর নির্দেশে দেন।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প কমান্ডার রইচ উদ্দিন জানান, ওই মার্কেটে অভিযান চালিয়ে উজ্জ্বলের অফিস কক্ষ থেকে ২৬টি পাসপোর্ট, ৬৪টি আবেদন ফরম, পাঁচটি পরিচয়পত্র ও একটি সিল জব্দ করা হয়। উজ্জ্বল কুমার দাস দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাসপোর্টের দালালি করছিল বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :