গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচনে আ.লীগ-জাপার মনোনয়ন জমা

গাইবান্ধা (আঞ্চলিক) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৫

গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনে জমা দেয়ার শেষ দিন রবিবার (১৯ ফেব্রুয়ারি) সরকার দলীয় প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ তার মনোনয়ন জমা দিয়েছেন। এর আগে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তার মনোনয়নপত্র জমা দেন।

এ নিয়ে দুজন প্রার্থী গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুন্দরগঞ্জ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি ঢাকাটাইমসকে বলেন, আট জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- জাপার মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন, কর্নেল (অব.)ডাক্তার আব্দুল কাদের খাঁন, নওশের আলী, পৌর মেয়র আ’লীগ নেতা আব্দুল্ল্যাহ্ আল মামুন, জাসদ প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক, জেপি প্রার্থী ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, আ’লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ।

আগামি ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন।

আগামী ২২ মার্চ ভোট অনুষ্ঠিত হবে। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে ৩ লাখ ৩৩ হাজার ৩৮১ জন নারী ও পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :