দাখিল পরীক্ষায় নকল সরবারহের অভিযোগে শিক্ষককে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৬

ঝালকাঠি কাঠালিয়ায় দাখিল পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে নকল সরবরাহের অভিযোগে আব্দুল বাতেন নামে এক শিক্ষককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এ টাকা অনাদায়ে তিন মাসের কারাদ-ের আদেশ দেয়া হয়েছে।

রবিবার দুপুরে তিনটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শরিফ মোহাম্মদ ফয়েজুল আলম এ আদেশ দেন।

দ-প্রাপ্ত আব্দুল বাতেন নেয়ামুতপুরার সিনিয়র ফাজিল মাদ্রাসার বিএসসি শিক্ষক বলে জানা গেছে।

কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শরিফ মোহাম্মদ ফয়েজুল আলম বলেন, আমুয়া চানমিয়া ফাজিল দাখিল পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষার বিএসসি শিক্ষক আব্দুল বাতেন দুপুর ১২.৩০ মিনিটে অনুমতি ছাড়াই প্রবেশ করেন। পরে পরীক্ষার্থীদের নকল সরবরাহের অপরাধে তাকে হাতেনাতে ধরে সাজা দেওয়া হয়। এসময় তার কাছ থেকে তার ব্যাবহারিক ফোন এনড্রয়েড ঐঁধধির মডেল ু৫-১১জব্দ করা হয়। তিনি বহিরাগত শিক্ষক ছিলেন।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :