মুক্তির প্রথম দিনেই হিট ‘দ্য গাজি অ্যাটাক’

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২০

পানির তলদেশে ভারত-পাকিস্তান যুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত ছবি ‘দ্য গাজি অ্যাটাক’ মুক্তির প্রথম দিনেই বাজিমাত করেছে। ছবিটি মুক্তি পেয়েছে দুটি ভাষায়। প্রথম দিনে হিন্দি ভার্সনটির বক্স অফিস কালেকশন হয়েছে ১.২৫ কোটি টাকা। তেলেগু ভাষাতেও মুক্তি পেয়েছে ছবিটি। সেখানেও আয় বেশ ভালো বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন ছবির প্রযোজক।

প্রযোজক বলেন, ভারতীয় সিনেমায় এটিই প্রথম সিনেমা যেখানে পানির তলদেশে যুদ্ধ নিয়ে কাহিনী দেখানো হয়েছে। যেখানে দুটি ভাষায় ছবিটির মোট বক্স অফিস কালেকশন হলো ৪.২৫ কোটি টাকা। তিনি বলেছেন, শুধু হিন্দিতে এই ছবির বক্স অফিস ঝুলিতে এসেছে ১.৬৫ কোটি টাকা।

ছবিতে অভিনয় করেছেন, কে কে মেনন, রাণা ডজ্ঞুবতি। ছবিতে শরণার্থীর ভুমিকায় রয়েছেন অভিনেত্রী তাপসি পান্নু।

১৯৭১ সালে সমুদ্রের নিচে ভারত ও পাকিস্তানের সাবমেরিনের যুদ্ধ নিয়ে তৈরি এই ছবি। কিভাবে পাকিস্তানের সাবমেরিন গাজিকে আক্রমণ করেছিল ভারত সেই কাহিনিই উঠে এসেছে ‘দ্য গাজি অ্যাটাকে’।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এসজেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :