৪ সন্দেহভাজনকে খুঁজছে মালয়েশীয় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৩ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৫

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের সৎ ভাই কিম জং-ন্যাম হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও চার সন্দেহভাজন উত্তর কোরীয় নাগরিককে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। খবর এনডিটিভির।

রবিবার মালয়েশীয় পুলিশ জানায়, এই হত্যায় জড়িত সন্দেহে শুক্রবার উত্তর কোরিয়ার এক নাগরিককে আটক করা হয়েছে। আরও চার সন্দেহভাজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে মালয়েশীয় পুলিশ। তারা হচ্ছেন এক ইন্দোনেশীয় নারী, এক মালয়েশীয় পুরুষ এবং ভিয়েতনামী পাসপোর্টধারী আরেক নারী।

গত সোমবার কিম জং-ন্যাম কুয়ালালামপুর বিমানবন্দরে ম্যাকউয়ের ফ্লাইট ধরার অপেক্ষায় থাকার সময় তাকে মুখমন্ডলে বিষ স্প্রে করা হয় বলে ধারণা পুলিশের।

দক্ষিণ কোরিয়া এবং মার্কিন কর্মকর্তাদের দাবি, উত্তর কোরিয়ার গুপচররাই ন্যামকে হত্যা করেছে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :