জামালপুরে বেইলি ব্রিজ ভেঙে সড়ক যোগাযোগ বন্ধ

জামালপুর, প্রতিনিধি ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৪

জামালপুরের মাদারগঞ্জের দাতভাঙ্গা বেইলি ব্রিজ ভেঙে সিমেন্টভর্তি একটি ট্রাক নদীতে পড়ে যাওয়ায় জামালপুর-মাদারগঞ্জ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী সিমেন্টেভর্তি একটি ট্রাক বেইলি ব্রিজ পার হওয়ার সময় ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায়। তবে নদীতে পানি না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জামালপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী খন্দকার মো. শরিফুল আলম জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এই বেইলি ব্রিজের পাঁচ টনের বেশি মালামাল পারাপারে নিষেধ রয়েছে। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩৫ মেট্রিক টন সিমেন্ট নিয়ে একটি ট্রাক ব্রিজ পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :