বগুড়ায় মুক্তিযুদ্ধে ব্যবহৃত গুলি-গ্রেনেড উদ্ধার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫১

বগুড়ায় মাটির নিচে লুকানো পাতিলে গুলি, এসএমজি (সাব-মেশিন গান) ও এলএমজির ম্যাগজিন এবং গ্রেনেড পাওয়া গেছে। পুলিশের ধারণা, এসব অস্ত্র ও গুলি মুক্তিযুদ্ধের সময়কার।

রবিবার সকালে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের বড় ধাওয়াকোলা গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বড় ধাওয়াকোলা গ্রামের কলিম উদ্দিন খানের ছেলে আশিক খান নতুন বাড়ি নির্মাণ করছিলেন। বাড়ির পাশে সেফটি ট্যাংক নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। পাঁচফুট নিচে শ্রমিকরা একটি বড় মাটির পাতিল দেখতে পায়। পাতিলটি উপড়ে তুলে নিয়ে আসার পর মুহুর্তের মধ্যে গুপ্তধন পাওয়া গেছে মর্মে খবর ছড়িয়ে পড়ে। ফলে শত-শত নারী পুরুশ সেখানে ভিড় জমান।

পরে শ্রমিকরা পাতিলটি ভেঙে গুলি ও অস্ত্র দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে বগুড়া সদর থানায় নিয়ে আসে।

এর মধ্যে রয়েছে ২৪ রাউন্ড রইফেলের গুলি, এসএমজি’র ৩টি ও এলএমজি’র ১০টি ম্যাগজিন এবং ছয়টি গ্রেনেড।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, গুলি ম্যাগজিন ও গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার। কারণ, সেগুলো মরিচা ধরে অকেজো হয়ে গেছে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :