তারেক-মিশুক নিহতের মামলার রায় বুধবার

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৫ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৭

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলার রায় আগামী ২২ ফেব্রুয়ারি বুধবার ঘোষণা করা হবে।  

রবিবার দুপুরে দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাহমুদ ফাইজুল কবীর রায় ঘোষণার জন্য এই দিন নির্ধারণ করেন। এসময় মামলার একমাত্র আসামি বাসচালক জামির হোসেন উপস্থিত ছিলেন। তার জামিন আদেশ বহাল রেখেছে আদালত।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দুই পক্ষের যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ থাকলেও রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করে। মামলায় রাষ্ট্রপক্ষের মোট ২৪ জন এবং আসামিপক্ষের দুইজনের সাফাই সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।

২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।এ ঘটনায় ঘাতক বাস চুয়াডাঙ্গা ডিলাক্সের চালক জামির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)