ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড নামে চালু হলো শিশুমেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস।
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩১ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১২

মালিকানা ও সকল রাইডে ওঠার মূল্য অপরিবর্তিত রেখে আশি দিন পর ‘ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড’ নামে আবার চালু হল শ্যামলীর শিশু মেলা। সেই সঙ্গে অনাথ ও দুঃস্থ পথশিশুদের জন্যও রাখা হয়েছে বিনামূল্যে রাইডে চড়ার সুযোগ।

রবিবার বিকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক পার্কটি উদ্বোধন করেন। সপ্তাহের সাতদিনই সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত পার্কটি খোলা থাকবে বলে জানানো হয় অনুষ্ঠানে।

মেয়র আনিসুল বলেন, শহরের শিশুদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে আগামী দুই তিন বছরের মধ্যে আরো কিছু শিশু পার্ক করা হবে।

ভাড়া পরিশোধ না করায় মাস তিনেক আগে পার্কটি বন্ধ করে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। মেয়র বলেন, ‘অনেকদিন ধরে ডিএনসিসি তাদের (শিশুমেলার মালিকদের) ভাড়া পায়নি। মোটামুটিভাবে বুঝতে পেরেছি, তারা পজেটিভ কিন্তু ভাড়াটা দেওয়া হয়নি। সেটা সঠিক ছিল না, তাই আমরা ডিএনসিসির পক্ষ থেকে সাময়িক ভাবে এটি বন্ধ করে দেই।’

মেয়র বলেন, ‘বন্ধ করে দেয়ার পর মোস্তাফিজুর রহমান ও তার কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমাদের সঙ্গে তাদের আগের চুক্তিপত্র আমাদেরকে দিয়েছেন। আমরা সমস্ত চুক্তিপত্র পড়েছি।’

মেয়র বলেন, ‘১৩ বছর আগে তাদের সঙ্গে মাসে চার হাজার ২৭ টাকা ভাড়ার হিসাবে আমাদের চুক্তি হয়েছিল। আমাদের একটি কমিটি গঠন করার পর শিশুমেলা কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রতিমাসের ভাড়া এক লক্ষ এগারো হাজার টাকা করেছে।’ তিনি বলেন, ‘ওনাদের কয়েক বছরের ভাড়া প্রায় সাত লাখ ২৮ হাজার টাকা বকি পরেছিল। এটি বন্ধ করে দেয়ার পরা তারা ডিএনসিসির কিছু শর্ত মেনে প্রায় ২১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানসহ পরিশোধ করেছে।’

নতুন কেউ আরো ভাল প্রস্তাব দিলে এক বছর পর নতুন করে দরপত্র আহ্বান করা হবে বলেও জানান মেয়র। তিনি বলেন, ‘ভাড়া বাড়লেও রাইটের মূল্য বাড়াতে পারবে না কর্তৃপক্ষ। এই ওয়ান্ডারল্যান্ডের কোন কিছু পরিবর্তন করতে হলে বা কোন রাইডের মূল্য বাড়াতে হলে ডিএনসিসির অনুমতি সাপেক্ষেই করতে হবে।’

ওয়ান্ডারল্যান্ড কর্তৃপক্ষদের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান বলেন, ‘চুক্তির প্রথম দিকে একটি সিটি করপোরেশনের অধীনে ছিলাম আমরা। হঠাৎ দুটি সিটি করপোরেশন হওয়াতে আমাদের কিছুটা সমস্যা হয়েছে। তাই কিছু ভাড়া বকেয়া পরে যায়।’

মেলাটিতে দুঃস্থ ও পথ শিশুরা বিনামূল্যে সব রাইডে চলতে পারবে বলে জানান মোস্তাফিজুর। তবে এলাকার কমিশনার বা কোন সেচ্ছাসেবক সংগঠনকে তাদেরকে ঘুরাতে নিয়ে আসলেই কেবল এই শিশুরা ঢুকতে পারবে পারবে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এএকে/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :