কিশোরগঞ্জে কৃষক হত্যায় একজনের ফাঁসি

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২১

কিশোরগঞ্জে আ: আজিজ নামে এক কৃষককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।

রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এ রায় দেন।

ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি হলেন- নিকলী উপজেলার উত্তর দামপাড়া গ্রামের চানফর ভূঞা এবং যাবজ্জীবন কারাদ- প্রাপ্ত আসামি হলেন শাহীন ভূঞা।

জানা যায়, ২০০৮ সনের ১৯ এপ্রিল বিকালে পূর্ব বিরোধের জের ধরে নিকলী উপজেলার দামপাড়া উত্তর নওয়ার হাটি গ্রামের কৃষক আ: আজিজ জুলুর ওপর হামলা চালায় আসামিরা। এ সময় আসামিরা জুলুকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহত জুলুর ভাতিজা জাহাঙ্গীর আলম বকুল বাদী হয়ে ১৩ জনকে আসামি করে নিকলী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় ১৩ জন আসামির মধ্যে সামছুদ্দিন ভূঞা ও জজ মিয়া মামলা চলাকালীন সময়ে মারা যান। বিচারক রায়ে বাকি নয়জন আাসামিকে বেকসুর খালাস দেন। রায়ের সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি অ্যডভোকেট একেএম আমিনুল ইসলাম বাবুল ও জাহাঙ্গীর আলম বকুল ও আসামি পক্ষে ছিলেন অ্যডভোকেট আছাদুল হক লিটন ও জাকির হোসেন তালুকদার।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :