টেক্সটাইল মেশিনারিজ মেলা শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক ,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪৮

বস্ত্র খাতের নিত্য-নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে উদ্যোক্তাদের পরিচিত করাতে আগামী ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হচ্ছে চার দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারিজ প্রদর্শনী (ডিটিজি)।

রবিবার রাজধানীর কারওয়ান বাজারে টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি তপন চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীটি ২৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি শেষ হবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বিশ্বের ৩৩টি দেশের এক হাজার মেশিনারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নেবেন বলে জানান তপন চৌধুরী।

ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল মেশিনারিজ প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে বিটিএমএ, হংকংয়ের প্রতিষ্ঠান ইয়র্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস ও তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল কোম্পানি। ২০০৪ সাল থেকে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করছে বিটিএমএ।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :