‘গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত না করলে ভবিষ্যৎ অন্ধকার’

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৪

গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত না করলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। বলেছেন, আমরা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি সুসংহত না করি, আমরা যদি আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব নিরসন না করি, আমরা যদি এই উগ্রবাদের বিরুদ্ধে সফলভাবে না দাঁড়াই, তবে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতে পারে।

রবিবার পিরোজপুরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে ‘সুজন’ জেলা শাখার আয়োজনে ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও নাগরিক ভাবনা’-শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সুজনের পিরোজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ মুনিরুজ্জামান নাসিমের সভাপতিত্বে গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার, আ. জলিল আকন, গৌতম রায় চৌধুরী, পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, সাহিদা বারেক, সাইদুল ইসলাম কিসমত, শেখ আব্দুস সালাম বাতেন, সিকদার চান, সাদুল্লাহ লিটন ও শিরিনা আফরোজ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :