বাগেরহাটের সাংবাদিক জাকারিয়া মাহমুদ আর নেই

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৪৪

দৈনিক আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য এসএম জাকারিয়া মাহমুদ (৬৫) আর নেই (ইন্না লিল্লাহে...রাজেউন)। রবিবার রাত দেড়টার দিকে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার জোহরের পর মরহুমের জানাজা শেষে সরুই কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

তিনি বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। সাংবাদিক এসএম জাকারিয়া মাহমুদ ১৯৮৩ সালে খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।

তার মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকীসহ জেলার সকল কর্মরত সাংবাদিক জাকারিয়া মাহমুদের মৃত্যুতে গভীর শোক জানান।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার বলেন, গত কয়েক বছর ধরে সাংবাদিক এস এম জাকারিয়া মাহমুদ ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। এছাড়া চারমাস আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন। সেসময় থেকে তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। রবিবার রাত দেড়টায় তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :