যাত্রী হয়রানি: বরগুনার তিন উপজেলায় মানববন্ধন

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৩

বরগুনায় বাস মালিক সমিতির স্বেচ্ছাচারী সিন্ডিকেট, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানির প্রতিবাদ এবং উন্নত সড়ক ও আধুনিক বাস টার্মিনালের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন সাধারণ যাত্রীরা।

সোমবার সকাল ১০টায় বরগুনার টাউন হল চত্বরসহ আমতলী ও পাথরঘাটা উপজেলায় একযোগে এ মানববন্ধন হয়। বরগুনার সিটিজেন জার্নালিস্ট টিম আয়োজিত এ কর্মসূচিতে জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটের ভুক্তভোগী সাধারণ যাত্রীরা অংশ নেন।

সমাবেশে বরগুনা-বেতাগী-বরিশাল, বরগুনা-আমতলী ও বরগুনা-পাথরঘাটা রুটসহ অভ্যন্তরীণ রুটের সকল সড়কের বেহাল দশার কথা তুলে ধরে জরুরিভিত্তিতে সেসব সড়কের উন্নত সংস্কারসহ একটি আধুনিক বাস টার্মিনাল স্থাপনের দাবি জানান আয়োজক নেতৃবৃন্দ।

এছাড়া সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়, সাধারণ যাত্রীদের সাথে স্বেচ্ছাচারী আচরণের প্রতিবাদ জানিয়ে প্রতিটি বাসে নারী যাত্রীদের জন্যে নির্দিষ্ট সিট বরাদ্দেরও দাবি জানান তারা।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :