‘অবহেলিত ফরিদপুরে এখন ব্যাপক উন্নয়ন হচ্ছে’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১২ | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৬

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আদর্শ ডিগ্রি কলেজে দুইব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। সোমবার উপজেলার গোপালপুর ইউনিয়নের কলেজ প্রাঙ্গণে বার্ষিক এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সমাপনী পর্বের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।

আলফাডাঙ্গা কামারগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বোডের সভাপতি এবং ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক আরিফুর রহমান দোলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এর আগে রবিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোহতেশাম হোসেন বাবর বলেন, ‘বিএনপি-জামায়াতের সময় ফরিদপুর অঞ্চল অবহেলিত ছিল। ১৯৯৬ সালে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের উন্নয়ন শুরু হয়।’

উপজেলা চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সরকার আবার ক্ষমতায় আসার পরে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের প্রচেষ্টায় এই অঞ্চলের বড় বড় উন্নয়ন কাজ শুরু হয়েছে। তাঁর আন্তরিকতার কারণে আজ আপনারা আলফাডাঙ্গায় পৌরসভা পেয়েছেন।’

বাবর বলেন, ‘এই উপজেলায় এখনো যেসব অবহেলিত রাস্তা রয়েছে সেগুলো দ্রুত উন্নয়ন কাজ শুরু করা হবে। আপনার উপজেলাতে তিনটি বড় সেতুর কাজ দ্রুত শুরু হবে। এই সেতুর কাজ শেষ হলে এলাকার যোগাযোগব্যবস্থা উন্নতি হবে, বাড়বে ব্যবসা-বাণিজ্য।’

উপজেলা চেয়ারম্যান বলেন, ‘আলফাডাঙ্গায় এখনো যেসব এলাকাতে বিদ্যুৎ যায়নি, সেসব এলাকা তালিকা তৈরি করুন। তাদের আগামী কয়েক মাসের মধ্যে বিদ্যুৎ দেয়ার ব্যবস্থা করা হবে।’

প্রধান অতিথি আরও বলেন, ‘আলফাডাঙ্গা আদর্শ কলেজে যদি কোনো ভবনের প্রয়োজন হয় সেটি ব্যবস্থা করা হবে, যাতে এই অঞ্চলের শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করতে পারে।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আপনাদের আলফাডাঙ্গাকে সব সময় নিজের এলাকা বলে দাবি করেন। কারণ স্বাধীনতার পর থেকে ফরিদপুরের চারটি আসনের মধ্যে এই আসনে সবচেয়ে বেশি ভোট নৌকা প্রতীক পায়।’

নদী ভাঙনের বিষয়ে তিনি বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রীকে দিয়ে আলফাডাঙ্গা এলাকার নদী ভাঙন স্থায়ীভাবে রোধ করা জন্য বড় প্রকল্প নেয়ার ব্যবস্থা করবো। এতে এই এলাকার মানুষ মধুমতির নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।’

তিনি উপজেলার যুব সমাজের উদ্দেশ্যে বলেনে, ‘আপনার দুইটি বিষয়ে সাবধান থাকবেন সেটি হলো মাদক আর সন্ত্রাস। মাদক কিন্তু একটি মানুষকে, পরিবারকে এমনকি একটি সমাজকে ধ্বংস করে দেয়।’

তিনি স্থানীয়দের দাবির প্রসঙ্গে বলেন, ‘ফরিদপুর অঞ্চলের কোনো কলেজ যদি সরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো আলফাডাঙ্গার কামারগ্রামের আদর্শ এই কলেজকে জাতীয়করণের।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আরিফুর রহমান দোলন বলেন, ‘দেশে মৌলবাদ ও জঙ্গিবাদ রুখতে সব শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।’ তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়ামোদী করে তুলতে হবে, এক্ষেত্রে শিক্ষকরা বেশি ভূমিকা রাখতে পারেন।’

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনার সন্তানকে সুশিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলুন। মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন করে গড়ে তুলুন।’

আরিফুর রহমান বলেন, ‘বর্তমান সরকারের আন্তরিকতা ও স্থানীয় সরকার মন্ত্রী প্রচেষ্টায় আজ আলফাডাঙ্গায় ৭০ কোটি টাকা ব্যয়ে টেকনিক্যাল সেন্টারের কাজ শুরু হচ্ছে।’ তিনি বলেন, ‘শিক্ষা-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা যেন অগ্রগামী হই, সে ব্যাপারে সবাইকে ভূমিকা রাখতে হবে।’

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলার চেয়ারম্যান মো. জালাল উদ্দিন আহমেদ, কলেজের অধ্যক্ষ মোরশেদুর রহমান, জেলা পরিষদের সদস্য শেখ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার প্রমুখ।

এদিকে প্রধান অতিথিকে বরণ করার জন্য বোয়ালমারী থেকে কামারগ্রাম আদর্শ কলেজ পর্যন্ত সুদর্শন তোরণ নির্মাণ করা হয়। এছাড়া বিশাল মোটর শোভাযাত্রার মধ্যদিয়ে প্রধান অতিথিকে বোয়ালমারী চৌরাস্তা থেকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :