ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৬
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাহাত নামে এক স্কুলছাত্র মারা গেছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো চার ছাত্র। এরা সবাই পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়ে। নিহত রাহাত পীরগঞ্জ পৌরসভার রঘুনাথপুর মহল্লার ডিম ব্যবসায়ী বকুলের ছেলে।

সোমবার দুপুরে নিহত রাহাতসহ তার সহপাঠী বন্ধু রাকিব, নায়েম ও ফরহাদ টাঙ্গন নদীর সাগুনি রাবার ড্যাম এলাকায় নদীতে গোসল করতে যায়। এ সময় পানিতে তলিয়ে যায় তারা।

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক জানান, বর্তমানে এসএসসি পরীক্ষার কারণে নিহত ও আহতরা ছাত্ররা স্কুলে না এসে নদীতে গোসল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর ৩ ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :