বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো পরিদর্শনে এমপি একাব্বর

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৪

টাঙ্গাইলের মির্জাপুরে ২০১৬-১৭ অর্থবছরে বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের উন্নয়ন কাজ (কাবিটা) পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি।

সোমবার সকালে পৌরসদরের পোষ্টকামুরী কবরস্থান এলাকা হয়ে ভাদগ্রাম ইউনিয়নের দুল্যা খেয়াঘাট পর্যন্ত চলমান তিনটি প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এছাড়া টি আর প্রকল্পের অধীনে একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের ছাত্রীদের জন্য নির্মাণাধীন একটি টয়লের কাজও পরিদর্শন করেন এমপি একাব্বর হোসেন।

এ সময় মির্জাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান খান, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি নিরঞ্জন পাল, ভাদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাচ্চুসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আকতারুজ্জামান খান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো সংস্কার উন্নয়ন কাজ (কাবিটা) প্রকল্প এমপির অনুকূলে বরাদ্দের ৫৫ লাখ ৫৬ হাজার ৫৬২ টাকার বিপরীতে ১৪টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :