কুড়িগ্রাম সদরে উপ-নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের জয়

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৫ | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১০

কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী আমান উদ্দিন আহমেদ মঞ্জু নির্বাচিত হয়েছে। কেবলমাত্র একজন প্রার্থী থাকায় রিটার্নি অফিসার ও জেলা নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন সোমবার এক পত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ পদত্যাগ করে গত ২৮ ডিসেম্বর জেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় পদটি শূন্য হয়।

রিটার্নি অফিসার ও জেলা নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন জানান, আগামী ৬ মার্চ চতুর্থ উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে একজন মাত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১০ ফেব্রুয়ারি ছিল যাচাই-বাছাই, ১৭ ফেব্রুয়ারি প্রত্যাহার এবং ১৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের তারিখ ছিল। শুধুমাত্র একজন প্রার্থী থাকায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর উপ-বিধি(১) এর দফা(গ) অনুযায়ী একক প্রার্থী আমান উদ্দিন আহমেদ মঞ্জুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, কুড়িগ্রাম সদর উপজেলায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২০ হাজার ১৪৫ জন। এরমধ্যে মহিলা ভোটার ১ লাখ ১০ হাজার ৮৭১ এবং পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ২৭৪ জন।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :