‘ফেসবুক-টুইটারে মগ্ন হয়ে গেলে বিপদ’

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪১

বরেণ্য শিক্ষাবিদ, গবেষক ও লেখক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, ‘দিন বদলে গেছে এটা সত্য, তাই বলে ফেসবুক টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে মগ্ন হয়ে গেলে বিপদ। ফেসবুকে বড় করে কিছু দেখা হয় না। কোনো বিষয়ে গভীর মনোযোগ দেয়া হয় না। এই ভাসাভাসা অনুভুতি নিয়ে থাকলে আমাদের চলবে না।’ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তোমরা আত্মহারা হয়ে যাবো না। মনে রাখতে হবে তোমাদের চলার পথ তোমাদেরকেই সুন্দর করে নিতে হবে।’

সোমবার বিকালে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত নারায়ণগঞ্জের দেওভোগ ভুইয়ার বাগ এলাকার বিদ্যা নিকেতন হাইস্কুলের বার্ষিক মেধা পুরস্কার বিতরণ এবং আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কবি আমজাদ হোসেন, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় এবং স্কুলে প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম।

আবুল কাশেম ফজলুল হক বলেন, ‘বাংলা ভাষা এতটাই উন্নত যে এখানে নজরুল, রবীন্দ্রনাথ, বঙ্কিম চন্দ্র, মধুসূদন দত্ত, শরৎচন্দ্র, বেগম রোকেয়া সাহিত্যচর্চা করে গেছেন। পৃথিবীর আর কোনো ভাষায় এত সমৃদ্ধশালী সাহিত্যিক, কবি, লেখক, গবেষক পাওয়া যাবে না। সম্রাট আকবরের জীবনী, এস ওয়াজেদের বই পড়লে কোনো মানুষের ছোট এবং অসৎ কাজ করতে ইচ্ছা করবে না।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘নিজের বিত্ত সম্পদ, টাকা পয়সার মাঝে সীমাবদ্ধ রাখলে মানুষ হিসেবে ছোট হয়ে যাবে, তাই নিজেকে সবার জন্য বিলিয়ে দিতে মহান ব্যক্তিদের বই মনোযোগ দিয়ে পড়তে হবে এবং তা নিজ জীবনে প্রতিফলন ঘটাতে হবে। পাঠ্যবইয়ের বাইরে আরও অনেক বিষয় আছে যা তোমাদের জানার আগ্রহ বাড়িয়ে দেবে। নিজ বাবা-মা এবং শিক্ষকদের কাছে জেনে নেবে কোন বইটি তুমি পড়তে চাও? কোন বিষয় সর্ম্পকে তুমি জানতে চাও? তুমি যত জানার জন্য আগ্রহী হয়ে উঠবে ঠিক ততটাই তুমি বিকশিত হবে।’

এই শিক্ষাবিদ বলেন, ‘বর্তমান শিক্ষাব্যবস্থায় ত্রুটি আছে, সেটা ধীরে ধীরে সমাধানও হবে। শিক্ষাব্যবস্থা সম্পর্কে অভিযোগ তুলে বসে থাকলে চলবে না, এখন যে ব্যবস্থা আছে সেটা নিয়ে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে। না হলে তারা পিছিয়ে পড়বে।’

আলোচনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক মেধা পুরস্কার প্রদান করেন আবুল কাশেম ফজলুল হক। পুরস্কার বিতরণ শেষে স্কুলের শিক্ষার্থীরা আবৃত্তি, নৃত্য এবং দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :