জামালপুর সীমান্তে ৬৫টি গরু আটক করেছে বিজিবি

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪৪
ফাইল ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৫টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। রবিবার রাতভর অভিযান চালিয়ে বিজিবি জোয়ানরা এসব গরু আটক করেন।

বিজিবি জামালপুর ৩৫ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আমিনুল ইসলাম সোমবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, সীমান্তের ওপার থেকে ভারতীয় গরু আসছে এমন খবরের ভিত্তিতে বিওপির টহল দল দেওয়ানগঞ্জ সীমান্তের পাঁচটি এলাকায় অভিযান শুরু করে। রাতভর অভিযান চালিয়ে ৬৫টি গরু আটক করেছে। অভিযান খবর পেয়ে গরু চোরাকারবারী পালিয়ে যায়। আটকৃত গরু রৌমারী কাস্টমস অফিসে জমা রাখা হয়েছে।

সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি ঢাকাটাইমসে ‘গরু পাচারের নতুন পথ জামালপুর সীমান্ত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :