পাঁচ দিন পর ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১০:২৭

কোনো সমঝোতা ছাড়াই পাঁচ দিন পর ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা মোটর মালিক সমিতি।

সোমবার রাত ৯টায় এই পরিবহন ধর্মঘট প্রত্যাহারের কথা জানান জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন।

প্রত্যাহারের পর পরেই ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল শুরু করেছে। বিভিন্ন কাউন্টারে উপচে পড়া ভিড় দেখা গেছে।

টোল আদায় নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত বুধবার মোটর মালিক সমিতির টোল আদায় ঘর ভাঙচুরের পর বৃহস্পতিবার সকাল থেকে ঠাকুরগাঁওয়ের সব সড়কপথে যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় জেলা মটর মালিক সমিতি। উভয় পক্ষের সাথে স্থানীয় প্রশাসক দফায় দফায় বৈঠকে বসলেও কোনো সমাধান হয়নি।

পাঁচ দিন পরে জেলা মোটর মালিক সমিতির সাধারণ সভায় মোটর শ্রমিক ও সাধারণ যাত্রীদের কথা ভেবে ট্রাক শ্রমিকদের সাথে সমঝোতা ছাড়াই পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতারা।

তবে কেউ কেউ বলছেন, ঠাকুরগাঁওয়ের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :