ভাষা শহীদ জব্বারের বাড়িতে মানুষের ঢল

আজহারুল হক, গফরগাঁও থেকে
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৪৯

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচুয়াতে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে জনতার ঢল নেমেছে। আব্দুল জব্বারের বাড়িতে স্থাপিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তাসহ হাজারো মানুষ ফুল নিয়ে এই ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

শিশু-বৃদ্ধ থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষের ফুলেল শ্রদ্ধায় ভরে যায় শহীদ মিনার।

সবুজে ঘেরা এই গ্রামে প্রতি বছরের ২১ আসে শোক আর গর্বের আমেজে। এবার তার ভিন্নতা মেলেনি। রাত ১২টার আগেই মেঠোপথ ও ধান ক্ষেতের সরু আইল দিয়ে বাঁধভাঙ্গা জোয়ারের মতো আসতে থাকে কচিমুখ শিশু, বৃদ্ধ, কৃষক, দিন মজুর।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু, উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, গফরগাঁও প্রেসক্লাব, সূর্যসারথী খেলাঘর আসর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং উপজেলার প্রত্যন্ত এলাকার স্কুল, কলেজ জব্বারনগর শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :