সোহানকে না নিয়ে লিটনকে কেন?

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৯ | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২৮

নুরুল হাসান সোহানকে না নিয়ে লিটন কুমার দাসকে কেনো স্কোয়াডে নেয়া হলো? এমন ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ ১৬ সদস্যের দল ঘোষণার পর প্রধান নির্বাচক বলেন, ‘সোহান উইকেটরক্ষক হিসেবে ভালো। কিন্তু লিটন ব্যাটসম্যান হিসেবে সোহানের চেয়ে এগিয়ে। তাছাড়া কিপিংয়ে ও আগের চেয়ে অনেক উন্নতি করেছে।’

লিটনকে নিয়ে আশাবাদী মিনহাজুল আবেদীন। লিটন অনেক দিন কিপিং করেছে। সোহানের থেকে ওর অভিজ্ঞতাটা বেশি। আশা করছি, শ্রীলঙ্কার বিপক্ষে লিটন ভালো করবে।’

এদিকে শ্রীলঙ্কা সফরে কিপিংয়ের মূল দায়িত্বটা মুশফিকের হাতেই থাকবে এমনটি উল্লেখ করে প্রধান নির্বাচক বলেন, ‘মুশফিক এখনও আমাদের নাম্বার ওয়ান উইকেটরক্ষক। ও কিপিং ছাড়বে কি-না সেটা তার ব্যাপার। তবে শ্রীলঙ্কা সফরেও আমাদের মূল কিপার মুশফিক। ওর কোনো সমস্যা হলে সে জায়গায় কিপিং করবে লিটন দাস।’

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুশফিকুর রহিমকে অধিনায়ক করে ঘোষিত দলে ডাক পেয়েছেন পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান।

ফিরেছেন আরেক পেসার রুবেল হোসেনও। বাদ পড়েছেন ইমরুল কায়েস। শতভাগ ফিট হয়ে উঠলে দ্বিতীয় টেস্টের দলে ফেরার সম্ভাবনা রয়েছে ইমরুল কায়েসের।

প্রসঙ্গত, শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে মুশফিক-মাশরাফিরা। ৭ মার্চ গলে শুরু হবে দুই টেস্টের প্রথমটি। এরপর ১৫ মার্চ কলম্বোতে শুরু হবে শেষ টেস্ট।

২৩ ফেব্রুয়ারি মিরপুরে ক্যাম্প শুরু হবে টাইগারদের। ৩ দিন ক্যাম্প চলার পর ২৬ অথবা ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবেন মুশফিকরা। সেখানে টেস্ট সিরিজের আগে ২ থেকে ৩ মার্চ দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২১ ফেব্রুয়ারি/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

বাংলাদেশে সিরিজের জন্য দল ঘোষণা ভারতের, দলে দুই নতুন মুখ

এই বিভাগের সব খবর

শিরোনাম :