পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই

এস কে সাহেদ, লালমনিরহাট থেকে
| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৭ | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০১

লালমনিরহাটের আদিতমারীতে পুলিশকে কুপিয়ে পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনতাই করেছে আসামির সহযোগীরা। সোমবার সন্ধ্যায় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি নামক স্থানে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যর নাম জাহিদ হাসান। তিনি পুলিশের উপপরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

পুলিশ জানায়, কিছুদিন আগে সাইফুল নামে এক ব্যক্তিকে মাদকসহ গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। সম্প্রতি আদালত থেকে জামিনে বেরোনোর পর সাইফুল আবারো মাদক চোরাকারবারে জড়িয়ে পড়ে।

সম্প্রতি তার বিরুদ্ধে অন্য একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে এসআই জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল চৌপতি নামক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ সাইফুলকে গ্রেপ্তার করে। এ সময় সাইফুলের সহযোগী আনোয়ার, দুলাল, মনোয়ার ও আলমগীর তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে সাইফুলকে ছিনিয়ে নেয়।

এক পর্যায়ে সাইফুল ক্ষিপ্ত হয়ে একটি ধারালো অস্ত্র দিয়ে এসআই জাহিদকে কুপিয়ে জখম করে। এতে ওই পুলিশ কর্মকর্তার বাম হাত, গলার বাম পাশ ও বাম কানে মারাত্মক জখম হয়। সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাত আটটার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেশ্বর রায় বলেন, সাইফুলসহ অন্য আসামিদের গ্রেপ্তারে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, এসআই জাহিদকে আঘাত করে পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

জাল সার্টিফিকেট: প্রয়োজনে কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :