যশোরে মাদক বিক্রেতাদের সংঘর্ষে নিহত ১

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৯

যশোরের বেনাপোল পোর্ট থানার শিকড়ী বটতলা এলাকায় মঙ্গলবার ভোররাতে দুই দল মাদক বিক্রেতার সংঘর্ষে সেলিম (৪০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

সেলিম বেনাপোল পৌরসভার ভবারবেড় এলাকার মৃত আবু তাহেরের ছেলে। তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে শিকড়ী এলাকায় দুই দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলি হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলে সেলিম মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলিমের মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় সেখান থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, সেলিম ও তার মা-বাবা দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে হেরোইন, ফেনসিডিল ও ইয়াবার বড় বড় চালান ভারত থেকে এনে দেশের বিভিন্ন এলাকায় পাচার করতেন। তিনি বেনাপোলে মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার নামে বেনাপোল পোর্ট থানাসহ দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে। তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান ঢাকাটাইমসকে জানান, খবর পেয়ে সেলিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় ১৬টিসহ বিভিন্ন থানায় অর্ধশতাধিক মামলা রয়েছে।

গুলিবিনিময়ের ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে উল্লেখ করে ওসি জানান, থানায় এখনো মামলা হয়নি।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের ডা. কল্লোলকুমার সাহা বলেন, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ সেলিমের মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :