সিরাজগঞ্জে শ্রদ্ধা-ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৩

সিরাজগঞ্জে শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছে জেলার আপামর জনতা।

মঙ্গলবার দিবসের প্রথম রাত ১২টা এক মিনিটে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না স্থানীয় বাজার স্টেশন কেন্দ্রীয় শহীদ মিনার ‘মুক্তির সোপানে’ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর একে একে শ্রদ্ধা জানান, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, সেক্টর ফোরাম মুক্তিযুদ্ধ ৭১’, জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন, সিরাজগঞ্জ প্রেসক্লাব, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাট্যচক্র, শেকড়, লেটো, সিট, রেস্তোরাঁ মালিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :