মৃত গরুর মাংস বিক্রির দায়ে দুই জনের জেল

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৫

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় মৃত গরুর মাংস বিক্রির দায়ে দুই জন মাংস বিক্রেতাকে দেড় বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসিল্যান্ড (ভূমি) আজিজুর রহমান এ আদেশ দেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে ওই উপজেলার বড়খাতা হাটে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় মৃত গরুর মাংস বিক্রির দায়ে মোকছেদ আলী (৪৫) ও আব্দুল হালিম (৩৫)কে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও এসিল্যান্ড (ভূমি) আজিজুর রহমান প্রত্যককে দেড় বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালেই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :