বোয়ালমারীতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এরশাদ সাগর, বোয়ালমারী থেকে
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২১

সারা দেশের ন্যায় যাথাযথ মর্যাদায় ফরিদপুরের বোয়ালমারীতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে বোয়ালমারী থানা সংলগ্ন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জালি শ্রদ্ধা জানায় উপজেলা পরিষদ, পৌরসভা, পুলিশ বিভাগ, আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, বণিক সমিটি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন।

সকালে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করে।

প্রভাতফেরী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আরা পলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভিন, মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যপক আব্দুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) নাইমা আফরোজ ইমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তবিবুর রহমান মিন্টু প্রমুখ।

সমাবেশের সঞ্চালক ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম। সমাবেশ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুকিশোরদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :