বগুড়ায় প্রথম প্রহরে শহীদ মিনারে মানুষের ঢল

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৭

গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের মধ্য দিয়ে বগুড়ায় মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে একুশের কর্মসূচি শুরু হয়।

শিশির ভেজা শীতের রাতেও হাজারো মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে ওঠে বগুড়ার শহীদ মিনার। সেখানে রাজাকারমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে শপথ নেন অনেক সংগঠনের নেতা-কর্মীরা। সেই সঙ্গে রেডিও ও টেলিভিশনে বাংলা ভাষা বিকৃতি রোধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

বগুড়া জেলা প্রশাসক শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর পুলিশ প্রশাসন, বগুড়া প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাং¯কৃতিক জোট, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, আইনজীবী সমিতি, মেডিকেল অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়।

সকালে প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :