পুলিশ কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৪

জেলার আদিতমারী উপজেলায় পুলিশকে কুপিয়ে পরোয়ানাভুক্ত আসামিকে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই থানায় কর্মরত এসআই নজরুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার মামলাটি করেন। মামলায় ১৩জনের নাম উল্লেখসহ আরো ২৫ থেকে ৩০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার পর থেকে দূর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি এলাকা পুরুষশুন্য হয়ে পড়েছে।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে ওই এলাকায় গিয়ে জানা যায়, কোনো বাড়িতেই পুরুষ মানুষ নেই। আতঙ্কে রয়েছে এলাকাবাসী। গ্রেপ্তার এড়াতে অনেকেই ভারতে চলে গেছে। অনেকেই বাড়ি ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। তবে যারা ভারতে পালিয়েছে তাদের বেশিরভাগ মাদক বিক্রেতা। তাদের নামে বেনামে রয়েছে ভারতের পরিচয়পত্র। দুই দেশের পরিচয়পত্র থাকায় একাধিক মামলার আসামি হয়েও এসব মাদক বিক্রেতারা দীর্ঘদিন থেকে পুলিশের ধরাছোঁয়ার বাইরে।

জেলার আদিতমারী থানায় কর্মরত জাহিদ হাসান নামে পুলিশের উপপরিদর্শক (এসআই) সোমবার সন্ধ্যায় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি নামক স্থানে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি সাইফুলকে ধরতে যায়। এসময় সাইফুলের সহযোগী একাধিক মাদক মামলার আসামি আনোয়ার, দুলাল, মনোয়ার ও আলমগীর তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে সাইফুলকে ছিনিয়ে নেয়। এক পর্যায়ে সাইফুল ক্ষিপ্ত হয়ে একটি ধারালো অস্ত্র দিয়ে এসআই জাহিদকে কুপিয়ে জখম করে। এতে ওই পুলিশ কর্মকর্তার বাম হাত, গলার বাম পাশ ও বাম কানে মারাত্মক জখম হয়। পরে সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, পলাতক আসামি সাইফুলসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :