ফরিদপুরে বইমেলার উদ্বোধন করলেন এলজিআরডি মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৬ | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৫

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরে তিন দিনের বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের অম্বিকা ময়দানে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অধ্যক্ষ মোশার্রফ আলী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীকারের পথ বেয়ে স্বাধীনতার দিকে এগিয়ে যায়। এর ধারাবাহিকতায় একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন জাতি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।’

তিন দিনের এ বইমেলায় মোট ৩০টি স্টল রয়েছে। মেলার পাশাপাশি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় এ মেলা শেষ হবে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :