মাটি নিতে বাধা দেয়ায় ট্রাকের নিচে পিষ্ট

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৪

বাড়ির সামনে দিয়ে মাটি নিতে বাধা দেওয়ায় শরিফুল ইসলাম (২৬) নামে এক যুবককে মারধরের পর ট্রাকের নিচে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুর একটার দিকে যশোর সদরের সিরাজসিংহা গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত শরিফুল ইসলাম সিরাজসিংহা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

নিহতের চাচাতো ভাই আলমগীর হোসেন অভিযোগ করে জানান, যশোর সদরের রামনগর ইউনিয়নের প্রাইম-টু ইটভাটার মাটি টানা একটি ট্রাক শরিফুলের বাড়ির সামনে দিয়ে প্রতিদিন মাটি আনতে যেতো। ট্রাকে করে মাটি নেওয়ার সময় প্রচুর ধূলো ওড়ে। শরিফুল বেশ কয়েকবার তাদের বাড়ির সামনে পানি ছিটিয়ে তারপর মাটি আনা-নেওয়া করতে বলে ট্রাক শ্রমিকদের। কিন্তু ট্রাক শ্রমিকরা কথা না শোনায় আজ দুপুর একটার দিকে নিজ বাড়ির সামনে রাস্তার ওপর কাঠ ফেলে রাখেন শরিফুল। এরফলে ট্রাক যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

তিনি বলেন, খবর পেয়ে প্রাইম-টুর মাটির ঠিকাদার হাসান এসে শরিফুলকে ব্যাপক মারপিট করেন। পরে তাকে ধরে নিয়ে এসে রাস্তার ওপর চলন্ত ট্রাকের নিচে ধাক্কা দিয়ে ফেলে দেন। স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে বেলা সাড়ে তিন টায় শরিফুলের মৃত্যু হয়৷ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা শরিফুলকে মৃত ঘোষণা করে মরদেহ মর্গে পাঠান৷

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হচ্ছে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :