লিবিয়া উপকূলে সারি সারি লাশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১৬ | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৫৭

লিবিয়ার জাবিয়া শহরের কাছে সমুদ্রের তীরে ভেসে এসেছে ৮৭টি মরদেহ। ধারণা করা হচ্ছে, আফ্রিকান এসব নাগরিক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার পথে নৌকাডুবির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।মৃতদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে।

মৃতদেহগুলোর খুব কাছেই মিলেছে একটি ছেঁড়া রাবারের নৌকা।আশংকা করা হচ্ছে, আরো কিছু মৃতদেহ পাওয়া যেতে পারে। কারণ এ ধরণের প্রতিটি নৌকায় সাধারণত ১২০ জন করে ওঠে।

মনে করা হচ্ছে, মৃত ব্যক্তিরা ইতালি যাবার চেষ্টায় নৌকায় উঠেছিল। মৃতদেহগুলো এখন কবর দেবার জন্য ত্রিপোলিতে নিয়ে যাওয়া হবে।

রেড ক্রসের লিবিয়ান মুখপাত্র জানান, মৃতদেহগুলো আমাদের কর্মীরা উদ্ধার করছে। সংস্থাটি তাদের টুইটার অ্যাকাউন্টে কিছু মরদেহের ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, মরদেহগুলো ব্যাগে ভরে সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানায়, শনিবার লিবিয়াতে নৌকাডুবিতে প্রায় ১১০জনের মৃত্যু হয়েছে।

লিবিয়ান কোস্ট গার্ডের মুখপাত্র আইয়ুব গোসিম বলেন, শুক্রবার ও শনিবার লিবিয়া উপকূল থেকে পাঁচ শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এসব নৌকাগুলো উপকূলের মাত্র ৮ থেকে ১১ কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল। তিনি আরও জানান, মানব পাচারকারীরা এখন পাচারের কাজে আরও বড় রাবারের নৌকা ব্যবহার করে। যেগুলোর ধারণ ক্ষমতা ১৮০ জন।

গত কয়েক মাসে অবৈধ পথে ইউরোপে যাবার চেষ্টায় অভিবাসীদের মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমাণে পৌঁছেছে। গত বছর এভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার চেষ্টা করতে গিয়ে নৌকা ডুবে কমপক্ষে ৫ হাজার অভিবাসীর মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতায় চরম বিশৃঙ্খলা, যাত্রীদের দুর্বিষহ অবস্থা

ইসরায়েলি হামলায় গাজা একটি ‘মানবিক নরকে’ পরিণত হয়েছে: গুতেরেস

ইরানের ওপর ফের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

যে কারণে ৩০ এপ্রিলের আগে ইরানে হামলা চালাবে না ইসরায়েল

ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ, ২৮ কর্মীকে বরখাস্ত করলো গুগল

আমিরাতে বৃষ্টিপাত অব্যাহত, দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা

ভারতে প্রথম দফায় লোকসভা নির্বাচন শুরু শুক্রবার

ইরানের হাতে রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

নেসলের বেবিফুডে অতিরিক্ত চিনি  

ইসরায়েল আত্মরক্ষার জন্য সবকিছু করবে: নেতানিয়াহু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :