সড়ক ছেড়ে বাস দোকানে,আহত ১২

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৬ | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৫

টাঙ্গাইলের মির্জাপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফার্মেসিসহ তিনটি দোকানে ঢুকে পড়েছে। এতে দোকান মালিকরা প্রাণে রক্ষা পেলেও আহত হয়েছেন বাসের ১২ যাত্রী।

বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী স্কয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা অতিরিক্ত যাত্রীবোঝাই ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্কয়ার এলাকায় মহাসড়কের পাশের একটি ফার্মেসি ও দুইটি মুদি দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় হাফসা ফার্মেসির মালিক মুক্তার হোসেন, মুদি দোকানদার সিরাজ ও মোস্তফা ভুইয়া প্রাণে রক্ষা পেলেও তিনটি দোকানের প্রায় ৪-৫ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন। পরে হাইওয়ে পুলিশ ও মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের হাসপাতালে পাঠান। খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন আহতদের দেখতে কুমুদিনী হাসপাতালে যান।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান পাটোয়ারী জানান, আহত যাত্রীদের কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :