অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৯

সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রীনিবাসের বার্ষিক ফি ৪ হাজার হাজার টাকা থেকে ৮ হাজার টাকা, ডিগ্রি পাসকোর্সের নির্বাচনী পরীক্ষা না নিয়ে টাকা লুটপাট, দরিদ্র তহবিল থেকে বেনামে লুটপাট, প্রশংসাপত্র, মসজিদ, খেলাধুলার নামে শিক্ষার্থীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়সহ নানা দুর্নীতির অভিযোগের প্রতিবাদে ১১ দফা দাবিতে সুনামগঞ্জ সরকারি কলেজে ক্লাস বন্ধ করে অনির্দিষ্টকালের ছাত্রধর্মঘট শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার সকাল থেকে ধর্মঘট শুরু হয়েছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ বন্ধ করে ক্যাম্পাসে এসে বিক্ষোভ করে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ আব্দুস সাত্তার যোগদানের পর থেকেই দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কলেজের নানাখাতের টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ করেন।

বিক্ষোভকারীরা দ্রুত অধ্যক্ষের অপসারণ দাবি করেন। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

তবে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর প্রসূন মজুমদার ছাত্রদের অভিযোগকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন।

এদিকে এগারো দফা দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীরা অধ্যক্ষকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :