গাজীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৬

গাজীপুরের বারিয়ালি এলাকায় স্ত্রীকে হত্যার দায়ে মো. আ. সাত্তার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশে দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

বুধবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ. কে. এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আ: সাত্তার ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার এনায়েতপুর এলাকার মো. ইব্রাহিমের ছেলে। তার স্ত্রী হাসিনা (৩৪) একই এলাকার মৃত সাহেদ আলী মন্ডলের মেয়ে।

মামলার বিবরণে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের বারিয়ালি এলাকায় শাহজাহান ড্রাইভারের বাড়িতে ভাড়া থেকে স্বামী-স্ত্রী দুইজনই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ২০১৬ সালের ৫ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে হাসিনা কর্মস্থলে চলে যান। কিন্তু ওই রাতে তিনি আর বাসায় ফেরেননি। পরদিন সকাল ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় পতিত জমিতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় হাসিনার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় ৭ মার্চ নিহতের ভাই মো. রাজ্জাক বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ মামলার তদন্ত করে সাত্তারকে গ্রেপ্তার করেন। তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। অবশেষে আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে সাত্তারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি হারিছউদ্দিন আহম্মেদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ কে এম মাসুম আল আজাদ।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :