চুয়াডাঙ্গার সব রুটে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৫

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিশুক মুনির ও তারেক মাসুদসহ পাঁচজন নিহতের মামলায় চালক জামির উদ্দীনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়ন।

বুধবার দুপুরে মানিকগঞ্জ আদালতে এ রায় ঘোষণা হবার সাথে ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে আসে। তারা চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন রুটে অবস্থান নিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

ক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি সড়কের উপর টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। কোথাও ক্ষুব্ধ শ্রমিকরা প্রধান সড়কের ওপর সড়কের উপর শুয়ে ব্যারিকেড দিয়ে যানবহন বন্ধ রাখে।

পরে চালক জামিরের রায়ের প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করে শহরে মাইকিং করা হয়।

চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মহদিুর রহমান জানান, ক্ষুব্ধ শ্রমিকরা জেলার সব কটি রুটে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করেছে। পরবর্তীতে মালিক শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দরা বৈঠক করে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :