শাহ আমানতে যাত্রীর পেটে ছয়টি স্বর্ণের বার

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৫ | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৯
ফাইল ছবি

চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের এক যাত্রীর পেট থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তাকে ওষুধ খাইয়ে পেট থেকে এসব বের করেন কর্মকর্তারা।

বুধবার সকাল ১০ টা ৪০মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি বিমানে করে শাহ আমানতে আসেন ওই যাত্রী।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান ঢাকাটাইমসকে জানান, ওই যাত্রীর নাম জামাল। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে। তাকে আটক করা হয়েছে।

মঈনুল খান জানান, বিমান বন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় গতিবিধি দেখে সন্দেহ হলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা ওই যাত্রীকে আটক করেন। জিজ্ঞাসাবাদ করা হলেও প্রথমে তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন।

পরে অপারেশন করে পেট থেকে বের করার কথা বলা হলে স্বর্ণের বারের বিষয়টি স্বীকার করেন জামাল। তারপর ওষুধ খাইয়ে জামালের পেট থেকে ছয়টি স্বর্ণের বার বের করা হয়। ৭০২ গ্রাম ওজনের স্বর্ণের বারের দাম প্রায় ৩০ লাখ টাকা বলে জানান মঈনুল খান।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :