ঢাকা বারে প্রথম দিনে উৎসবমুখর ভোট

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৭ | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৪

এশিয়ার বৃহত্তম ঢাকা আইনজীবী সমিতির দুই দিনব্যাপী ২০১৭-২০১৮ কার্যবর্ষের প্রথম দিনের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ছিল নামাজ ও মধ্যভোজের বিরতি।

নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি জানিয়েছেন, এ নির্বাচনে মোট ১৬ হাজার ১৯৮ জন আইনজীবী ভোটারের মধ্যে এদিন তিন হাজার ৫১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিন নির্বাচন উপলক্ষ্যে বিএনপি দলীয় সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন এবং আওয়ামী লীগ দলীয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেদ মজুমদার উপস্থিত হয়েছিলেন। এদের মধ্যে সাহারা খাতুন এবং বাসেদ মজুমদার এদিন ভোটাধিকারও প্রয়োগ করেছেন।

নির্বাচনে অ্যাডভোকেট খোন্দকার আব্দুল মান্নন প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করছেন। তার অধীনে ১৯ জন নির্বাচন কমিশনার এবং ১৮১ জন সদস্য নির্বাচন কার্যক্রম পরিচালনা করছেন।

নির্বাচনে মোট ২৭টি পদের জন্য ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নীল প্যানেরে সভাপতি পদে মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে মো. আজিজুল ইসলাম খান বাচ্চুসহ ২৭ জন।

অন্যদিকে সাদা প্যানেল অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে আইয়ুবুর রহমানসহ ২৭ জন।

এছাড়া বঙ্গবন্ধু আইনজীবী সমিতির ব্যানারে মো. হাবিবুর রহমানসহ দুজন প্রার্থী রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৬-২০১৭ কার্যবর্ষের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে আওয়ামী লীগ জায়লাভ করে। অন্যদিকে বিএনপি মাত্র ছয়টি পদে জয়লাভ করে।

নীল প্যানেলের অপর প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমীন, সহ-সভাপতি পদে কাজী মো. আবুল বারিক, ট্রেজারার পদে মো. লুৎফর রহমান আজাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদের সৈয়দ নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সারোয়ার কায়ছার রাহাত, লাইব্রেরি পদে মো. আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, দপ্তর সম্পাদক পদের মো. আফানুর রহমান রুবেল, সমাজ কল্যাণ সম্পাদক পদে এমএবিএম খায়রুল ইসলাম লিটন এবং খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মাদ জহিরুল ইসলাম কাইয়ুম।

সদস্য পদে আবু হেনা কাউছার, মো. আরিফ হোসেন তালুকদার, মো. আনোয়ার পারভেজ কানঞ্চন, মো. শহিদুল্লাহ, মো. শাহীন হোসেন, মো. শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোস্তফা সারওয়ার মুরাদ, মোস্তারী আক্তার নুপুর, মোসা. মিনারা বেগম, মোসা. জেবুন্নেছা খানম জীবন, পান্না চৌধুরী, শাহনাজ পারভীন, সৈয়দ মো. মাঈনুল হোসেন অপু ও তামান্না খানম ইরিন।

সাদা প্যানেলের অপর প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কাজী শাহানারা ইয়াছমিন, সহ-সভাপতি পদে মো. মঞ্জুর আলম মঞ্জু, ট্রেজারার পদে মো. হাসিবুর রহমান দিদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন পাটয়ারী, লাইব্রেরি পদে এম মনিরুজ্জামান মানিক, সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ, দপ্তর সম্পাদক পদে আব্দুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রহলাদ চন্দ্র সাহা পলাশ এবং খেলাধুলা সম্পাদক পদে সাদিয়া আফরীন শিল্পি।

সদস্য পদে, মুস্তাফিজুর রহমান সুজন, মো. মোশারফ হোসেন ভূইয়া মিশু, মো. আল আমিন সরকার, সুমন মিয়া, ওয়েছ আহমেদ কায়েছ, শেখ সাইফুর রহমান সুমন, সজয় চক্রবর্তী, মো. সাইফুজ্জামান টিপু, মোহা. আহসান হাবীন, সাদিয়া আফরোজা, সাবিনা আক্তার দিপা, মির্জা মো. জামাল হোসেন, মো. খায়রুল ইসলাম, মাহমুদুল হাসান এ্যামি ও মো. খোরশেদ আলম পারভেজ।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :