নরসিংদীতে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদী (আঞ্চলিক) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২২:২০
অ- অ+

নরসিংদী সদর উপজেলায় আইয়ুব আলী (৬৫) নামে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেঝো মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় পাঁচদোনার জাঙ্গাল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পাঁচদোনার জাঙ্গাল গ্রামের বাসিন্দা আইয়ুব আলী (৬৫) সবজি-তরকারি বিক্রি করার জন্য পাঁচদোনা বাজারে যাচ্ছিলেন। পথে একই এলাকার মানসিক ভারসাম্যহীন মেঝো মিয়া ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পাঁচদোনা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানিয়েছে এলাকাবাসী। তাকে আটক করা হয়েছে। আইয়ুব আলীর মরদেহ নরসিংদী জেলা হাসপাতালে রাখা হয়েছে।’

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা