অভিযানে পুলিশ কর্মকর্তাকে কোপাল মাদক বিক্রেতারা

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৫৮

পিরোজপুরের ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে গোয়েন্দা (ডিবি) পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)কে কুপিয়ে জখম করেছে মাদক বিক্রেতারা। আহত পুলিশের এএসআই মো. মঈনুদ্দীনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত আটটার দিকে পৌরসভার ধূপপাশার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমাদ মাঈনুল হাসান।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমাদ মাঈনুল হাসান ঢাকাটআইমসকে জানান, বরিশাল রেঞ্জে মাদকবিরোধী অভিযান জোরদার করার লক্ষে আজ বিভিন্ন স্থানে অভিযান চালান হয়। এর ধারাবাহিকতায় শহরের ধূপপাশা এলাকায় ডিবি পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে মাকদবিরোধী অভিযান চলছিলো।

পুলিশের এই কর্মকর্তা বলেন, অভিযানে ডিবি পুলিশের এএসআই মো. মঈনুদ্দীনের উপরে মাদক বিক্রেতারা হামালা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমাদ মাঈনুল হাসান।

পিরোজপুর সদর হাসাপাতালে চিকিৎসক ডা. মো. ইসতিয়াক আহম্মেদ সাংবাদিকদের বলেন, রাত ৮ টার দিকে পুলিশের এক সদস্যকে জখম অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় তার হাতে কোপসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিলো। বর্তমানে তাকে হাসপাতালের অবজারভেশন রুমে রাখা হয়েছে।

এ বিষয়ে ওসি (ডিবি পুলিশ) মো. জাহাঙ্গীর হোসেন রাতে ঢাকাটাইমস্কে জানান, জেলার ডুমুরিয়া এলাকায় অভিযানকালে মাদক বিক্রেতাদের আটক করতে ধাওয়া করলে অন্ধকারের মধ্যে এএসআই মো. মঈনুদ্দীনকে ডান হাতে কোপ দেয় তারা। তার হাতে ১০টি সেলাই লেগেছে। বর্তমানে সদর হাসপাতালে কেবিলে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সব আসামিদের ধরতে থানা, ডিবি, পুলিশ লাইন থেকে ফোর্স নিয়ে বিভিন্ন এলাকায় অভিযানে রয়েছি।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :