সিনেমায় এক্সপেরিমেন্ট করতে চাই না: আজমেরি আশা

মাহমুদ উল্লাহ, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:২০

এখনই সিনেমার জন্য নিজেকে প্রস্তুত মনে করছেন না টিভি নাটকের প্রিয় মুখ আজমেরি আশা। তার মতে, সিনেমা একটি অনেক বড় ক্ষেত্র। তাই সিনেমার প্রথম কাজেই এক্সপেরিমেন্ট করতে চান না তিনি।

তবে আশা ইতিমধ্যে বেশ কটি সিনেমার অফার পেয়েছেন, এখনো পাচ্ছেন। কিন্তু তা তার মনঃপূত হয়নি বলে তাতে কাজ করার জন্য মন থেকে সায় পাননি ।

‘ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১২’ প্রতিযোগিতার এই প্রথম রানারআপ ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ভালো কোনো অফার পেলে অবশ্যই সিনেমায় অভিনয় করব।’

এখনই সিনেমায় অভিনয় না করার ক্ষেত্রে এই মাধ্যমটির বিশালতার কথাও মনে রাখছেন আশা। তিনি বলেন, ‘সিনেমা একটি বড় প্লাটফর্ম। আমি এখনো এই ক্ষেত্রের জন্য নিজেকে প্রস্তুত মনে করছি না।’

পাশাপাশি একটি মনের মতো চরিত্রও কামনা করছে আশা, যেটি তাকে দর্শকের মনে আসন তৈরি করে দেবে। ‘আমি এমন একটি সিনেমায় আমি কাজ করতে চাই, যে চরিত্রটি মানুষ অনেক দিন মনে রাখবে, প্রশংসা করবে। প্রথম ছবিতেই কোনো এক্সপেরিমেন্ট করতে চাই না। তাই কোনো অফার নেইনি।’

আশা বেশকিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করে ইতিমধ্যে আলোচনায় রয়েছেন আশা। ‘ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১২’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখা আশার অভিনীত বেশ কিছু নাটকও আলোচনায় এসেছে। কিছুদিন আগে আফরান নিশোর সঙ্গে স্বরলিপি শিরোনামের একটি খণ্ড নাটকের কাজ শেষ করেন তিনি। নাটকটি আরটিভিতে ২০ ফেব্রুয়ারিতে সম্প্রচারের পর ব্যাপক সাড়া পান। ভিন্ন ধারার নাটকটি তৈরি করছেন ইমেল মাহবুব।

‘এ টিভি’ নামে নতুন একটি টিভি চ্যানেল আসছে। সেখানে প্রচারের জন্য ‘মেঘনা’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের প্রথম লটের কাজ শেষ করলেন তিনি। আশা বলেন, ‘আমার অভিনীত বেশ কিছু সিরিয়াল শিগগিরই প্রচার হবে। সিরিয়ালগুলো অনএয়ার হলে আশা করছি ভালো কিছু হবে। কয়েকটি খন্ড নাটকের কথা চলছে। সামনের সপ্তাহে ব্যাংকক ঘুরতে যাচ্ছি। সেখান থেকে ফিরে নাটকগুলোতে কাজ করতে পারি।’

এ ছাড়া মোস্তফা কামাল রাজের নাটক ‘পোস্ট গ্রাজুয়েট’-এর শুটিং শেষ করেছেন আশা। এটি আজ বৃহস্পতিবার এনটিভিতে প্রচার শুরু হবে। সেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সাজু খাদেম।

আশার অভিনীত ‍রুচি চানাচুর-এর একটি টিভিসি এখন বিভিন্ন টিভিতে প্রচার হচ্ছে। এ ছাড়া হিং টিং ছট নামের একটি ধারাবাহিক নাটকে তাকে দেখা যাবে। নাটকটি তৈরি করেছেন রাজিবুল হক।

আশাদের পরিবারের আরো একজন আছেন মিডিয়ায়। তিনি হলেন আশার বোন মডেল পিয়া বিপাশা।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এমইউ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :