পঞ্চগড়ে জেলা ইজতেমা শুরু

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৩

পঞ্চগড়ে আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে পঞ্চগড় চিনিকল ও বিসিক শিল্পনগরীর মধ্যবর্তী পশ্চিম ইক্ষু খামার মাঠে তিন দিনব্যাপী এই জেলা ইজতেমা।

ইজতেমাকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলার তাবলীগ সাথীরা গত প্রায় এক মাস থেকে পর্যায়ক্রমে ইজতেমা মাঠের কাজ সম্পন্ন করা হয়।

ভারতের আসাম থেকে আসা মো. জাকির হোসেন মিয়া ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য শুরু হয় এই ইজতেমা।

বুধবার দিন হতেই জেলার বিভিন্ন স্থান হতে তাবলিগ সাথীসহ মুসল্লিরা ইজতেমার মাঠে আসা শুরু করেন।

এ বিষয়ে জেলা তাবলিগের সুরা সদস্য প্রফেসর মো. ফয়জুল বারী জানান, দাওয়াতের কাজ চলমান রাখতে জেলাভিত্তিক ইজতেমার আয়োজন করা। ইজতেমায় পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার সাথীরা ছাড়াও দেশি বিদেশি লক্ষাধিক মুসল্লির সমাগম হবে ইনশাআল্লাহ। ইজতেমা মাঠ থেকে দ্বীনের দাওয়াত নিয়ে দেশের অভ্যন্তরে ও বিদেশে সম্ভাব্য শতাধিক মুসল্লির জামাত বের হবেন বলে আশা প্রকাশ করছেন মুরব্বিরা।

আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে।

পঞ্চগড় জেলা তাবলিগের অপর সুরা সদস্য ডা. মো. মোখলেছুর রহমান জানান, ইজতেমায় আরব, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারতসহ কয়েকটি বিদেশি ও দেশের অভ্যন্তরে বেশকিছু জামাতের সাথীরা মাঠে অবস্থান করছেন। আজ ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। তবে ইজতেমা মাঠে অনেক মুসল্লি সমবেত হওয়ায় বুধবার মাগরিবের নামাজের পর থেকে বয়ান শুরু হয়। বৃহস্পতিবার বাদ মাগরিব ফিলিস্তিন জামাতের মেহমান বয়ান করবেন। অন্য সময়ে কাকরাইলের মুরব্বি ও সুরা সাথীরা বয়ান করবেন বলে তিনি জানিয়েছেন।

পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহাম্মেদ জানান, ইজতেমা মাঠে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। মাঠের চতুর্দিকে পুলিশ কন্ট্রোল রুমসহ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সে জন্য আমরা সতর্ক রয়েছি।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :