সন্ত্রাসী জামায়াতের রাজনীতি করার অধিকার নেই: আইজিপি

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৩

সরকারবিরোধী ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মনে করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, জামায়াত ইসলাম একটি সন্ত্রাসী সংগঠন। তাদের রাজনৈতিক অধিকার থাকতে পারে না।

বৃহ¯পতিবার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইস্কুল মাঠে চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশের মহাসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে পুলিশ প্রধান এ কথা বলেন।

২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনে ব্যাপক নাশকতার জন্য জামায়াতকে দায়ী করা হয়। তবে নির্বাচন কমিশনে নিবন্ধন হারিয়ে নির্বাচনে অংশ নেয়া দলটির নেতা-কর্মীরা সাম্প্রতিককালে আত্মগোপনে।

জামায়াতের অতীতের নাশকতার কথা উল্লেখ করে আইজিপি বলেন, ‘ইসলামের কথা বলে জামায়াত ইসলাম বার বার এ দেশে ধ্বংসাতœক কর্মকা- চালিয়েছে। দেশ ধ্বংসের ষড়যন্ত্রে এখনো কাজ করছে তারা। ২০১৩ সালে জামায়াত ও তাদের দোসররা দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। ১৬ জন পুলিশকে হত্যা করেছে।’

আইজিপি বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গি এসব সংগঠন থেকে দূরে থাকতে শিশু-সন্তানদের নিরুৎসাহিত করতে হবে। সন্তানদের দেশের গৌরবময় ইতিহাস শেখাতে হবে। তাহলেই সন্ত্রাসমুক্ত সুস্থ প্রজন্ম তৈরি সম্ভব হবে। এক্ষেত্রে অভিবাবকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।’

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘পুলিশ ও জনতা একসঙ্গে কাজ করলে সমাজের সব সমস্যা দূর হবে। সমাজে মানুষের শান্তির জন্য প্রয়োজন নাগরিক এবং পুলিশের পার¯পরিক আস্থার। আর এক্ষেত্রে সেতুবন্ধন হিসেবে কাজ করবে কমিউনিটি পুলিশ।’

গণপূর্ত মন্ত্রী বলেন, ‘জনগণকে পুলিশের ওপর ভরসা রাখতে হবে। পুলিশ তার যথাযথ ভূমিকা রাখলে সমাজে শৃঙ্খলা বজায় থাকবে। শান্তি আসবে।’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর শফিকুল ইসলাম ও সিএমপি কমিশনার ইকবাল বাহার।

ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/ইখ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে গ্রিস

ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার

যেভাবেই হোক স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাস করবো: স্বাস্থ্যমন্ত্রী

সিজারিয়ান প্রসবের ওপর বিধিনিষেধ আরোপে রাষ্ট্রীয় পদক্ষেপ চায় জাতীয় মানবাধিকার কমিশন

মিয়ানমার সংকট সমাধানে একজনের খুশির জন্য বাকিদের নারাজ করবে না বাংলাদেশ: সেনা প্রধান

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা, কমেছে খোলা তেলের

কর ব্যবস্থা সংস্কার করলে ১৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উৎসাহিত হবে

অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি: প্রধানমন্ত্রী

বৃষ্টিতেও কমছে না তাপপ্রবাহ

ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল, আলোচনায় যা থাকবে

এই বিভাগের সব খবর

শিরোনাম :