‘শিক্ষার্থীরা ভবিষ্যৎ জাতি গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে’

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪২

জীবনের সকল ক্ষেত্রে শিক্ষার্থীদের শৃঙ্খলার মধ্যদিয়ে চলতে হবে। তারা যদি এখন থেকে শৃঙ্খলার মধ্যদিয়ে অগ্রসর হয় তা আমাদের ভবিষ্যৎ জাতি গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। সে হোক লেখাপড়া, খেলাধুলা, খাওয়া-দাওয়া এমনকি ঘুমানো সব কিছুর একটা শৃঙ্খলা প্রয়োজন।

বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠে বিশ্ববিদ্যালয় স্কুল আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খেলাধুলার মধ্যে একটা বিশাল শিক্ষার আয়োজন আছে। এটি উপভোগের মধ্যদিয়ে জীবন গঠনের দিকে শিক্ষার্থীরা এগিয়ে যাবে।

এর পর পতাকা, বহুবর্ণ বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিযোগিতার ৭৩টি ইভেন্টে তিন শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয় স্কুলের অধ্যক্ষ প্রফেসর আলী আহসানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমদ। বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আনসার উদ্দীন।

এসময় অন্যান্যের মধ্যে প্রক্টর প্রফেসর মুজিবুল হক আজাদ খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান, শেখ রাসেল মডেল স্কুলের অধ্যক্ষ মোমেনা জীনাত, বিশ্ববিদ্যালয় স্কুলের উপাধ্যক্ষ এবিএম কমরুদ্দৌলা, শফিউল আলম, হাসিবুল্লাহ, ড. আমিনুল ইসলাম, প্রভাষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্কুলের শিক্ষক ডালিয়া রহমান, ড. মুহা. কাওসার হুসাইন, জান্নাতুন নাহার ও বাদশা আলম ক্রীড়ানুষ্ঠানটি সঞ্চালনা করেন।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :