‘নাটক-সিনেমায় নিয়মিত হতে চাই’

মাহমুদ উল্লাহ, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৫ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০০

ছোটপর্দার দর্শকরা এখনো তাকে ‘বদি’ নামেই বেশি চেনে। জনপ্রিয় একজন অভিনয়শিল্পী আব্দুল কাদের। তাকে নিয়ে আগ্রহের কমতি নেই এখনো। কিন্তু বেশ কয়েক বছর হলো টিভিতে তাকে কম দেখা যায়। কথা হয় এই গুণী অভিনেতার সঙ্গে। তিনি অকপটে বিভিন্ন বিষয় নিয়ে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেন। আলাপ করেছেন মাহমুদ উল্লাহ

মাঝে অনেকদিন আপনাকে দেখা যায়নি কেন?

দেশে যখন অনেকগুলো টিভি চ্যানেল চালু হলো তখন ভালো কাজের অভাবে কাজ কমিয়ে দিয়েছিলাম।

এখন কি কাজ করছেন?

বিজয় দিবসে একটি নাটকে কাজ করেছি। খুব সুন্দর গল্প ছিল সেটি। এখন দুটো সিরিয়ালের কাজ করছি। আরটিভি ও বাংলা টিভির জন্য ধারবাহিক দুটো পরিচালনা করেছিলেন এজাজ মুন্না ও তাপস। এছাড়া হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও কাজ করছি। এগুলো খুব শিগগিরই প্রচার হবে। হানিফ সংকেত প্রতি তিনমাসে অনেক পরিশ্রম করে ইত্যাদি তৈরি করেন। সেখানে কাজ করতে আমার ভালো লাগে। এছাড়া আরএফএল-এর ড্রিংকিং মগ এর বিজ্ঞাপন করেছি। সেটি প্রচার হচ্ছে।

আগে অনেক ধরনের ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার হতো। এথন তেমন হচ্ছে না কেন?

এখন ভালো ম্যাগাজিন হয় না ভালো চিত্রনাট্যের অভাবে। এছাড়া ম্যাগাজিনের জনপ্রিয়তাও কমে গেছে। তারপরও এটিএন বাংলায় একটি ম্যাগাজিন হয়। উপস্থাপনা, বৈচিত্রতা না থাকার কারণেই ম্যাগাজিনের জনপ্রিয়তা কমে গেছে। গতবাধা চিত্রনাট্য দিয়ে ভালো কিছু হবে না। নতুনত্ব লাগবে।

আপনি তো একটি বেসরকারি কোম্পানিতে উচ্চ পদে কাজ করতেন?

হ্যা। জীলস শপ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে নিবার্হী পরিচালক পদে আছি।

চাকরির পাশাপাশি অভিনয় সময় দেন কীভাবে?

একটি ডিসিপ্লিন মেনেই কাজ করি। সাধারণত ছুটির দিনগুলোতে আমি শুটিং করি। এছাড়া আরও প্রয়োজন হলে ছুটি নিয়ে নেই।

কিছু সিনেমায় কাজ করেছেন? এখন সিনেমা করছেন না কেন?

রং নম্বর, ভালোবাসা জিন্দাবাদ সিনেমায় কাজ করেছি। এখন নিয়মিত নাটক সিনেমা করতে চাই। সময় দিয়েই করবো। তবে এক্ষেত্রে ভালো গল্প স্ক্রিপ্ট হতে হবে।

চাকরি করছেন অনেক বছর হলো, অভিনয়কে পুরোপুরি পেশা হিসেবে গ্রহণ করতে সমস্যা কোথায় ছিল?

শুধু অভিনয় আমার কাছে একঘেয়েমি লাগে। অভিনয় ও আমার চাকরি দুটোই আমার কাছে ভালো লাগে। যা পাবো তাই করবো। এমন কাজ আমি কখনোই করতে চাইনি। সবসময়ই বেছে বেছে কাজ করেছি।

শুধু অভিনয়কে পেশা হিসেবে নিতে কি কোন ধরনের অনিশ্চয়তার ভয় কি কাজ করেছিলো?

আমি চাকরি করে যেমন ছিলাম, অভিনয় করলে হয়তো তার চেয়েও আরও ভালো করতে পারতাম। কিন্তু কোয়ালিটি কাজ পাচ্ছিলাম না। এছাড়া মার্কেটিংয়ে দীর্ঘদিন কাজ করার ফলে একটি সুনাম তৈরি হয়েছে। এটিও আমার ভালো লাগে। এর কারণেও যেনতেন কাজ করতে পারি না।

আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকে ও ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকেও ধন্যবাদ।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এমইউ/এজেড/টিএমএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :