রামগঞ্জে আ.লীগ সভাপতির মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১২

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতির দায়ের করা তথ্য প্রযুক্তি মামলায় জাহেদুল ইসলাম জুয়েল নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার সকালে জেলা জর্জকোর্ট এলাকায় মামলার হাজিরা দিয়ে আসার সময় ডিবি পুলিশ ও থানার এসআই মহসীন ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে রামগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তার জুয়েল উপজেলার ভোলাকোট গ্রামের সৈয়দ আহম্মদ বিএসসির ছেলে এবং উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের যুবলীগের সাবেক আহবায়কের পদে আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল বেশ কয়েকমাস আগ থেকে নিজের ফেইজবুক আইডিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাজাহানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার ছড়িয়ে দেন। এরই ফলশ্রুতিতে আওয়ামী লীগ সভাপতি জুয়েলের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারি রামগঞ্জ থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, মামলা ভিত্তিতেই জেলা ডিবি পুলিশের সহায়তা নিয়ে লক্ষ্মীপুর থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :