ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে ভাষাদিবসে আ.লীগের শ্রদ্ধা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৪

ফ্রান্সের পারিসস্থ বাংলাদেশ দূতাবাসে ’৫২-এর ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকির নেতৃত্বে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন কয়েস।

রাষ্ট্রদূত শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্টমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি সুনাম উদ্দিন খালেক, শাহজাহান রহমান, জসিম উদ্দিন ফারুক, আশরাফুল ইসলাম, আজম খান, সেলিম বাদ সেলু, সাইদুর রহমান, রাসু মিয়া, আলী আক্কাস, কামাল আহমেদ, আজমল হোসেন, জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন।

এদিন বিকালে

ফ্রান্স আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী ভাষা শহীদদের প্রতি রিপাবলিক চত্বরে মাতৃভাষা উদযাপন কমিটি আয়োজিত শহীদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শত শত নেতাকর্মী।

এছাড়াও ২১শের প্রথম প্রহরে ১২টা ১মিনিট এ ফ্রান্স আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী লুই ব্ল্যাংক হলে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

প্যারিস নগর আওয়ামী লীগের সভাপতি সাইফুল খানের নেতৃত্বে শহীদদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানান প্যারিস নগর আওয়ামী লীগের নেতা কর্মীরা।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :