ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট ও কাবাডি প্রতিযোগিতা শিগগির

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৭

মাশরেকী স্বপন, ব্রাহ্মণবাড়িয়া
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ে কাবাডি এবং টি-টুয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা মার্চের যথাক্রমে প্রথম ও দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে বলে জানা গেছে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, এ সংক্রান্ত জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা বুধবার ডিসি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রেজওয়ানুর রহমান।

আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার মিজানুর রহমান, সহ-সভাপতি ও মেয়র নায়ার কবির, সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরীসহ জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য।

সভায় কাবাডি ও টি-২০ ক্রিকেট লীগ যত দ্রুত সম্ভব আরম্ভ করার উপর গুরুত্ব আরোপ করা হয়।

জানা গেছে, ক্রিকেট লীগ শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ মার্চ আর ৪ মার্চ শুরু হতে পারে কাবাডি প্রতিযোগিতা।

জেলার পুলিশ সুপার ব্রাহ্মনবাড়িয়ায় খেলাধুলাকে আরো গতিশীল করার জন্য জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যের প্রতি আহবান জানান।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী বলেন, জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেটের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে অনেকগুলো সুনাম অর্জন করেছেন।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারিপ্রতিনিধি/এলএ)