‘বর্তমান ইসির অধীনেই জাতীয় নির্বাচন হবে’

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১০

‘বিএনপি কি বলছে- তারা নিজেরাই জানে না। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বিএনপিকে নির্বাচন করতে হবে। বিগত জাতীয় নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, আগামী নির্বাচনে যদি সেই ভুল করে- তাহলে বিএনপির কোন অস্তিত্বই থাকবে না। নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করেছিলেন, সেই সার্চ কমিটির মতামত নিয়েই নির্বাচন কমিশন গঠন করেছেন।’

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের গাংনীতে ওয়ার্কার্স পার্টির জনসভায় অংশগ্রহণের আগে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে শক্তিশালী করার বিষয়ে আইন প্রণয়ন সংবিধানে রয়েছে। আমরা এ বিষয়ে প্রস্তাব করছি। নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেদিকে সরকার দৃষ্টি দেবে।’

‘খালেদা জিয়া কারাগারে গেলে এ দেশে কোন নির্বাচন হবে না বলে বিএনপি যে হুমকি দিচ্ছে’- এ বিষয়টি মহাজোট কিভাবে দেখছে? এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অপরাধী যেই হোক আইনের চোখে সমান। বিএনপি যে হুমকি দিচ্ছে, এতে মহাজোট ভীত নয়।’

আগামী নির্বাচনে ওয়ার্কার্স পার্টি দলীয় প্রতীকে নির্বাচন করবে কি না? এ প্রশ্নে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলোচনা করা হচ্ছে এবং জোটগতভাবেও আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’

রাশেদ খান মেনন গাংনী ওয়ার্কার্স পার্টি অফিসে পৌঁছলে তাকে স্বাগত জানান মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিং, পুলিশ সুপার আনিছুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান।

এসময় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, কমরেড নূর আহমদ বকুল মেহেরপুর জেলা সম্পাদক আব্দুল মাবুদসহ ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে গাংনী ফুটবল মাঠে এক বিশাল জনসভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

এসময় মন্ত্রী বলেন, ‘বিএনপি বাংলাদেশ থেকে বিদায় নেবে আগামী নির্বাচনে। জনগণ আগুন রাজনীতির সাথে থাকবে না। জনগণ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধিনে নির্বাচন হবে। যদি বিএনপি নির্বাচনে না আসে, তবে দেশ থেকে বিএনপি চিরতরে বিদায় নেবে।’

জেলা ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, কমরেড নূর আহমদ বকুল, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি ও কমরেড মজনুল হক প্রমুখ।

জনসভায় মেহেরপুরের উন্নয়নে ২৫ দফা দাবি করা হয় মন্ত্রীর নিকট।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :